আন্তর্জাতিক ডেস্ক : টিকটক ভিডিও করতে যেয়ে পানিতে ডুবে মারা গিয়েছে এক যুবক। ভারতের পাঞ্জাবের ভাওয়ালনগর জেলায় এ ঘটনা ঘটেছে। টিকটক ভিডিও করার সময় স্থানীয় সাদিকিয়া নামের একটি খালে ডুবে যায় ওই যুবক।
স্থানীয় গণমাধ্যম বলছে, মোহাম্মদ সুফিয়ান শেখ নামের ওই তরুণ বন্ধুদের সাথে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ঠিক তখন পা পিছলে পরে যান পাশের একটি খালে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। উদ্ধারকর্মীরা এসে পরে খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
এর আগে ভারতের উত্তরপ্রদেশে টিকটক ভিডিও করতে যেয়ে নিজের মাথায় গুলি করে এক কিশোর। এতে তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


