বিনোদন ডেস্ক : ‘টুম্পা সোনা দুটো হাম্পি দে না/ আমি মাইরি বলছি, আর খইনি খাব না’। ওপার বাংলার আলোচিত গান ‘টুম্পা’। ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের এ গানটি বেশ আলোচনার জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ পাড়ার অনেকেই কোমর দুলিয়েছেন ‘টুম্পা’ গানের সঙ্গে। কারণ ওই একটাই ‘টুম্পা ইজ ট্রেন্ডিং’।
শ্রীলেখা থেকে শুরু করে এ প্রজন্মের অনামিকা চক্রবর্তী নেচেছেন গানটির সঙ্গে। তাদের তালিকা এবার যুক্ত হয়েছে কাঞ্চন মল্লিকের নাম। ভাইরাল এ গানটির সঙ্গে নেচেছেন কাঞ্চন। ইনস্টাগ্রামে এক ভিডিওতে এমনটাই দেখা গেছে। ভিডিওতে কাঞ্চনের সঙ্গে অভিনেত্রী শ্রীময়ীকেও দেখা গেছে।
মেকআপ রুমের দরজা বন্ধ করে সহ-অভিনেতা শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তুমুল নেচেছেন কাঞ্চন। তার পরনে ছিল টুকটুকে লাল জ্যাকেট। নীল প্রিন্টেড ডেনিম। চোখে চশমা। তার সঙ্গে শ্রীময়ীকে দেখা গেছে সবুজ শিফন শাড়িতে।
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা বেশ ভালো নিয়েছে। কমেন্টস বক্সের দিকে নজর রাখলেই তার আন্দাজ পাওয়া যাচ্ছে। বেশির ভাগ কমেন্টসে ‘লাভ’ এবং ‘স্মাইল’ ইমোজি ব্যবহার করেছেন নেটিজেনরা।
https://www.instagram.com/p/CJNf0NUgUfb/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



