আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও সরিয়ে দিয়েছে ফেসবুক। তার পুত্রবধু লারা ট্রাম্প নিজের ফেসবুক পেজে ওই সাক্ষাতকারটি পোস্ট করেছিলেন। ফেইসবুক কর্তৃপক্ষ তাকে ওই ভিডিওর জন্য সতর্কবার্তা পাঠায় এবং পরবর্তীতে তা সরিয়ে দিয়েছে। খবর বিবিসি’র।
চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর রিপাবলিকান এই প্রেসিডেন্টকে নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছিল ফেসবুক।
ফক্স নিউজের কন্ট্রিবিউটর লারা ট্রাম্প অনেক বিষয় নিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাকার নিয়েছিলেন। পরবর্তীতে নিজের পেজে সাক্ষাকারের ওই ভিডিও পোস্ট করেন। ফেসবুক তাকে সতর্ক করে যে মেইল করেছে তিনি তার একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন।
ফেসবুকের পক্ষ থেকে পাঠানো ওই ইমেইলে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করার সঙ্গে সঙ্গতি রেখে তার কণ্ঠের অন্যান্য পোস্টও সরিয়ে নেওয়া হবে এবং এগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করা হবে।
ট্রাম্পের ছেলে এরিককে বিয়ে করেছেন লারা ট্রাম্প। ফেসবুকের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে লারা বলেন, ‘এভাবেই আমরা অরওয়েলের ১৯৮৪-র পথে আরও একধাপ এগিয়ে গেলাম। ওয়াও।’
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘ সময়ের সমর্থক এবং ফক্স নিউজের উপস্থাপক সিন হ্যানিটি একটি টুইট বার্তায় এই পদক্ষেপকে ‘চরম সেন্সরশিপ’ হিসেবে বর্ণনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।