আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিশ্বে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। আর মার্কিন সেনাবাহিনীতেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ৫ হাজারের বেশি সেনা সদস্য করোনায় আক্রান্ত হয়েছে দেশটিতে।
তবে করোনা সংক্রমণ কমাতে সেনাদের জন্য একটি ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। যেটা পরলে সঙ্গে সঙ্গে জানা যাবে করোনায় আক্রান্ত কি-না। ভাইরাস সংক্রমণের পূর্ব সতর্কতা পাওয়ার জন্য দ্রুত এই ডিভাইসযুক্ত পোশাক আনার চেষ্টা চলছে।
সোমবার, মার্কিন সামরিক বাহিনী মেডিক্যাল টেকনোলজি এন্টারপ্রাইজ কনসোর্টিয়ামের মাধ্যমে ডিভাইসটি বিকাশের জন্য ২৫ মিলিয়ন ডলার বিড দিয়েছে। সেনাবাহিনী আশা করছে যে কয়েক সপ্তাহের মধ্যে ১০ টি চুক্তি হবে।
সেনাবাহিনীর প্রস্তাবনায় বলা হয়েছে, কভিড-১৯ এর প্রাক-লক্ষণগুলো সনাক্ত করতে, আলাদা করতে এবং ভাইরাসের বিস্তার রোধে দ্রুত এই ডিভাইস দরকার।
এই প্রস্তাবটিতে বলা হয়েছে, কভিড-১৯ পজেটিভ ব্যক্তিদের জন্য শারীরবৃত্তীয় নজরদারি চূড়ান্ত লক্ষণ যা এখনও স্পষ্ট হয়নি তেমন পর্যায়ে শনাক্ত করাই হবে এই ডিভাইসের উদ্দেশ্য।
সূত্র: ওয়ারিসবোরিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।