Advertisement
বিনোদন ডেস্ক : দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রামাগত বেড়েই চলেছে। গত ক’দিনে এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য রোগী। ‘ডেঙ্গু’র কারণে এবার ঈদের নাটকের শুটিং বন্ধ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। গত চারদিন ধরে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তৌসিফ বলেন, ‘কয়েকদিন ধরে খুব দৌড়-ঝাপের মধ্যে আছি। বউয়ের শরীরটা ভালো নেই। সবাই ওর জন্য দোয়া করবেন।’
তিনি আরও বলেন, ‘বউ অসুস্থ হয়ে পড়ার কারণে ঈদের নাটকগুলোর কাজে অংশ নিতে পারছি না। সর্বশেষ “জার্নি বাই রিলেশন ২” নাটকের শুটিং করছিলাম। কিন্তু এমন পরিস্থিতির কারণে, শুটিং বন্ধ করে ওর পাশে থাকতে হচ্ছে আমাকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।