আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় রিপাবলিকানের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় জিজ্ঞাসাবাদ করবে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন (এফবিআই)। ঘটনাস্থলের আলামত ও বুলেটের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। খবর সিএনএনের।
মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় গিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হন। অল্পে প্রাণে রক্ষা পান তিনি। রিপাবলিকানের হয়ে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ট্রাম্প। দেশজুড়ে একাধিক জায়গায় সভা করছেন তিনি।
গত ১৩ জুলাই বেথেল পার্কের ফেয়ার গ্রাউন্ডের নির্বাচনী সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। অভিযুক্ত ২০ বছর বয়সী তরুণ টমাস ক্রুকের ছোড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সব রাজনীতিকের নিরাপত্তা দেয় সিক্রেট সার্ভিস নামে একটি সংস্থা। ওইদিনের সভায় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বেও ছিল তারা। তাই গুলি-ঘটনার পর সিক্রেট সার্ভিসের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। টমাস কেন ট্রাম্পকে খুন করতে চেয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।