জামিয়া কা’ণ্ডে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। কোনও রকম রাখঢাক না করেই কথা বললেন জামিয়ার শিক্ষার্থীদের উপর হওয়া অন্যায়ে। প্রশ্ন তুললেন, এই জন্যই কি সন্তানদের শিক্ষা দেওয়া, যাতে ওরা নিজেদের মতামত ব্যক্ত করতে না পারে? অন্যদিকে, প্রিয়াঙ্কার ‘অ’গ্নিপথ’, ‘কৃষ’ সহ-অভিনেতা হৃত্বিক বললেন, দুই সন্তানের বাবা হয়ে আজ তিনি দুঃ’খি’ত যে দেশে তাকে এই দিনও দেখতে হচ্ছে!
জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়ারাও স্বর তুলেছিলেন নাগরিকত্ব সংশোধনী আ’ইনের বি’রুদ্ধে। যার জেরে ক্যাম্পাসে লা’ঠি চার্জ করে দিল্লি পুলিশ। ছোঁড়ে কাঁ’দানে গ্যাসও। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর সিং থেকে অক্ষয় কুমার যখন নীরব, তখন সে পথে হাঁটলেন না প্রিয়াঙ্কা, হৃত্বিকরা। প্রিয়াঙ্কা লিখলেন, প্রতি শিশুর জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়া আমাদের স্বপ্ন।
এই শিক্ষাই তো ওদের স্ব’তঃস্ফূ’র্তভাবে চিন্তা করার সাহস দিয়েছে। আমরা তো ওদের এভাবেই বড় করেছি, যাতে ওরা নি’র্দ্বি’ধায় নিজেদের মতামত জানাতে পারে। একটি গণতা’ন্ত্রিক দেশে শান্তিপূর্ণ ভাবে নিজেদের মতামত জানানোর ফল যদি হিং’সা ও সং’ঘ’র্ষ হয়, তাহলে সেটা ঘো’র অ’ন্যায়। প্রতিটি কণ্ঠস্বর ভারতকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হৃতিক বলেছেন, “দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একের পর এক যে নৈ’রা’জ্যের সৃষ্টি হয়েছে,
একজন অভিভাবক এবং ভারতের নাগরিক হিসেবে অত্যন্ত দুঃ’খি’ত আমি। আশা করি, দেশে খুব দ্রু’তই শান্ত ফিরে আসুক। মহান শিক্ষকরা অনেক সময়ে তাদের ছাত্রদের কাছ থেকেও শেখেন। বিশ্বের নবীনতম গণ’তন্ত্রকে সেলাম জানাই।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।