বিনোদন ডেস্ক : সামনেই মুক্তি পেতে চলেছে বিদ্যা বালনের ‘মিশন মঙ্গল’। ছবিতে তারা শিন্ডে নামে এক প্রোজেক্ট ডিরেক্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সঙ্গে অক্ষয় কুমার, তপসী পান্নু, নিত্যা মেনন, কীর্তি কুলহারি, সরমন যোশি, সোনাক্ষী সিনহার মতো এক ঝাঁক তারকা। ছবির পরিচালক জগন শক্তি। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে এই ছবি। এরপরই নতুন ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে।
তাঁর আগামী ছবি ‘নটখট’-এর প্রযোজনা করবেন তিনি। বিভিন্ন সামাজিক সমস্যার প্রেক্ষাপটে একজন নারীকে কেন বারবার পুরুষের থেকে আলাদা মানদণ্ডে বিচার করা হয়, সে প্রশ্নই তুলবে বিদ্যার এই ছবি। ধর্ষণ, লিঙ্গ বৈষম্য, পারিবারিক হিংসার মত সামাজিক রোগগুলিকে তুলে ধরা হবে ‘নটখট’-এ।
বিদ্যার কথায়, ”ছবির গল্পটা যেমন সুন্দর, তেমনই শক্তিশালী। আমি তো এই ছবিতে অভিনয়ের জন্য মুখিয়ে আছি। একইসঙ্গে আমি প্রথমবার প্রযোজকও। আমার কোনওদিনই প্রযোজক হওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু অনুকম্পার গল্প, শান ব্যসের পরিচালনা আমাকে সে পথেই ঠেলে দিল। একদম নতুন একটা অভিজ্ঞতা।” বিদ্যার সঙ্গে যৌথভাবে এই ছবি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।