আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে আল্টিমেটাম দিয়েছে দেশটির কারাগার পরিষেবা। খবর বিবিসি এবং রয়টার্স’র।
নাভালনিকে দেওয়া আল্টিমেটামে বলা হয়েছে, জার্মানি থেকে শিগগিরই ফিরে আসেন এবং মঙ্গলবার সকালে মস্কো অফিসে রিপোর্ট করেন। এই সময়সীমার মধ্যে না ফিরলে জেলে জেতে হবে।
রুশ ফেডারেল প্রিজন সার্ভিস (এফএসআইএন) নাভালনির বিরুদ্ধে ‘স্থগিত সাজার শর্ত’ লঙ্ঘন এবং ফৌজদারি পরিদর্শন কর্তৃপক্ষের তদারকি এড়ানোর অভিযোগ এনেছে।
গত ২০ আগস্ট সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সেই। বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য বার্লিনের চ্যারিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এখনো কোমায় তিনি।
এরপর অভিযোগ উঠে আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগ করেছে রাশিয়া। তবে সোমবার এই অভিযোগও প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।