এবার নিজ নামে যা করার ঘোষণা হিরো আলমের

হিরো আলম গাড়ি

এবার নিজ নামে যা করার ঘোষণা হিরো আলমের

বিনোদন ডেস্ক: অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবার নিজ নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। হবিগঞ্জের শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানবতার সেবায় এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে চান এই সোশ্যাল তারকা।
হিরো আলম
তার ফাউন্ডেশনের নাম ‘হিরো আলম ফাউন্ডেশন’ রাখবেন বলে জানিয়েছেন তিনি। হিরো আলম বলেন, যে দুটি আসন (বগুড়া-৪ এবং বগুড়া-৬ নির্বাচনী) থেকে উপ-নির্বাচন করেছি, সেখানকার অসহায় গরিব মানুষের জন্য গাড়িটি ব্যবহার করতে চাই।

গাড়িটি উপহার দিয়েছেন হ‌বিগ‌ঞ্জের চুনারুঘাট উপ‌জেলার নরপ‌তি গ্রামের শিক্ষক এম মুখলিছুর রহমান। গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দেন তিনি। গতকাল বিকালে হিরো আলমের কাছে গাড়ি হস্তান্তর করেন ওই শিক্ষক।

পা দিয়ে লিখে জিপিএ-৪.৫৭ পেলেন মাদ্রাসা শিক্ষার্থী হাবিব