জুমবাংলা ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে এবার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরির ধাক্কা লেগেছে। এতে ভেঙে গেছে ফেরিটির মাস্তুল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন অফিসার আহম্মদ আলী জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে সেতুটির ৩ ও ৪ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির।
শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ আগস্ট ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ১৩ আগস্ট সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ওই একই ফেরি সেতুটির ১০ নম্বর পিলারে আবার ধাক্কা দেয়।
এছাড়া এর আগে গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।