স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল শেষ বলে। জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হার দেখতে হয়েছে ম্যান ইন গ্রিনদের। আর সেই সঙ্গে সেমিফাইনালও অনিশ্চিত হয়ে যায় বাবরদের জন্য। সেমিতে খেলার বিষয়টি এখন আর বাবর-রিজওয়ানদের হাতে নেই। সমীকরণের গ্যাড়াকলে পড়েছে ২০০৯ এর চ্যাম্পিয়নরা। নিজেদের বাকি তিন ম্যাচ তে জিততেই হবে সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয়-পরাজয়ের দিকে।
এই যখন পাকিস্তানের পরিস্থিতি এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বৃহস্পতিবার পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বিধ্বস্ত হয়ে পড়েছেন দলটির স্পিন অলরাউন্ডার শাদাব খান। রোডেশিয়ানদের কাছে হারের পর হতাশায় তাকে ড্রেসিংরুমের কাছে হাঁটু গেড়ে বসে কাঁদতে দেখা গেছে। তার সেই কান্নার ভিডিও এখন ভাইরাল। পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য যে ভিডিও হৃদয়বিদারক।
পাকিস্তানের ক্রিকেট বিষয়ক অনলাইন পোর্টাল ক্রিকেটপাকিস্তানও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
জিম্বাবুয়ের কাছে হারের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন শাদাব খান। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ১৭ রান। এছাড়াও দলের প্রয়োজনীয় মুহূর্তে ৪র্থ উইকেটে শান মাসুদের সঙ্গে গড়েন ৫২ রানের গুরুত্বপূর্ণ জুটি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় তার দল হেরে যায় জিম্বাবুয়ের বিপক্ষে।
Cricket can be so cruel sometimes.🫣😨 pic.twitter.com/dY5VXrlddM
— Avinash Aryan (@AvinashArya09) October 28, 2022
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পরাজয়ের বেদনা সইতে না পেরে ড্রেসিংরুমের পাশেই অঝোরে কাঁদছেন শাদাব। এক পর্যায়ে মেঝেতেই বসে পড়েন। এ সময় দলের একজন স্টাফ তাকে পিঠ চাপড়ে সান্তনা দেন। পরে শাদাব নিজেকে সামলে নিয়ে ড্রেসিংরুমে ঢুকে পড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।