এবার ‘পুষ্পা টু’ মাতাবেন শ্রীলীলা

বিনোদন ডেস্ক : করোনা-পরবর্তী ভারতীয় সিনেমা সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’। এই ছবির সাফল্যে বড় ভূমিকা ছিল দক্ষিণি নায়িকা সামান্থা প্রভুর আইটেম গান। কিন্তু ‘পুষ্পা টু’ ছবিতে থাকছেন না সামান্থা। তার জায়গায় এবার দেখা যাবে দক্ষিণি সিনেমার জনপ্রিয় মুখ শ্রীলীলাকে।

ধারণা করা হচ্ছে, পুষ্পা টু ছবিতে তিন মিনিটের আইটেম গানের তালে পর্দা মাতাবেন এই অভিনেত্রী। অভিনেত্রী বদল হলে সাধারণত পারিশ্রমিক বাড়ে। তবে এক্ষেত্রে হয়েছে উল্টো। জানা গেছে, সামান্থা যা পেয়েছিলেন, তার থেকে ৬০ শতাংশ কম পারিশ্রমিক পাচ্ছেন শ্রীলীলা। পুষ্পা সিনেমায় ৩ মিনিটের গানের জন্যই সামান্থা পেয়েছিলেন ৫ কোটি টাকা। আর শ্রীলীলাকে দেওয়া হবে মাত্র ২ কোটি।

ভিডিওতে যা করছেন মিমি, ভাইরাল নেটদুনিয়ায়

এর আগে মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর করম’ ছবির জন্য শ্রীলীলা পেয়েছিলেন ৪ কোটি টাকা। জানা গেছে, পুষ্পা টু ছবির এই গানের জন্য প্রথমে ভাবা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে। কিন্তু ৫ কোটি টাকার কমে কাজ করতে রাজি হননি শ্রদ্ধা। তাই শেষ পর্যন্ত নির্মাতা শ্রীলীলাকে চূড়ান্ত করেছেন। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।