বিনোদন ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ছে না হৃতিক রোশনকে। কয়েকদিন আগেই কঙ্গনা রানাওয়াতকে সমর্থন করেছিলেন বোন সুনয়না। তার জেরে বেশ কিছুদিনের বিরতির পর ফের প্রকাশ্যে এসেছিল হৃতিক-কঙ্গনা বিতর্ক। এবার আইনি জটিলতায় জড়ালেন তিনি। কেপিএইচবি পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কুকটপল্লির শেষাদ্রিনগরের বাসিন্দা শশীকান্ত জানান, গত ২২ জুন কেপিএইচবি পুলিশের কাছে অভিয়োগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, গত ১৮ ডিসেম্বর কাল্ট.ফিট ফিটনেস চেনে যোগ দেন তিনি। হৃতিক রোশন ওই জিম চেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। একটা গোটা বছরের হিসেবে ছাড় দিয়ে তাঁকে ১৭৪৯০ টাকা দিতে বলা হয়। তার বিনিময়ে তিনি যতখুশি জিম করতে পারবেন। যদিও তিনি সেটা পাননি বলে অভিযোগ।
শশীকান্ত জানান, প্রায় ১৮০০ জন জিমে নাম লেখান। শরীরচর্চা করার সময় প্রয়োজনীয় কার্পেট পাতা হয় না। শরীরচর্চার জন্য টানা তিনদিন পাওয়া যায়নি। এছাড়া কুকটপল্লি কেন্দ্রের কর্মীদের খারাপ ব্যবহার মানসিক ভাবে অবসাদগ্রস্ত করে তুলত তাঁদের।
হৃতিকের পাশাপাশি কাল্ট.ফিট হেল্থ কেয়ারের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। কেপিএইচবি’র ইন্সপেক্টর কে লক্ষ্মী নারায়ণ জানান, শশীকান্ত অভিযোগ করেছেন যে বিজ্ঞাপনে যেমন বলা হয়েছে, ওই সংস্থা সেরকম ট্রেনিং দেয়নি। কোম্পানির অধিকর্তা ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃতিক রোশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। হৃতিক ও তিন অধিকর্তা মুকেশ বনশল, অঙ্কিত নাগোরি ও শানমুগাভেল মনি সুব্বাইয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এখন তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।