এ সময়ের অন্যান্য তারকার মতো দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে রটেছিল প্রেমের গুঞ্জন। সে গুঞ্জন সত্যি না মিথ্যা, তা নিয়ে এতদিন অনেকে ছিলেন সন্দিহান। অতীতের গুঞ্জন ফিকে হয়ে আসতে না আসতেই আরও একবার বলিউডের বাতাসে ভাসতে শুরু করেছে সামান্থার প্রেমের খবর।

আনন্দবাজার, আজকাল, এই সময়সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর দীর্ঘসময় একাকী কাটিয়েছেন সামান্থা। সেই নিঃসঙ্গতা কাটাতে অভিনেত্রী নতুন একজনের শরণাপন্ন হয়েছিলেন। তিনি আর কেউ নন, পরিচালক রাজ নিদিমোরা।
শোনা যাচ্ছে, এবার এই নির্মাতার প্রেমে পড়েছেন অভিনেত্রী। যদিও এখন পর্যন্ত কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়ে কিছু স্বীকার বা অস্বীকার করেননি। তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে সামান্থার নতুন ইনস্টাগ্রাম পোস্ট পুরোনো গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।
সম্প্রতি নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে সামান্থাকে রাজের সঙ্গে দেখা গেছে। এক ছবিতে তারা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। সামান্থা রাজের কোমরে হাত রেখেছেন, রাজও তাঁকে আলতো করে জড়িয়ে রেখেছেন। অন্য ছবিতেও তাদের একসঙ্গে হাসিমুখে দেখা গেছে। ছবিগুলোর মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন।
ছবিগুলোর সঙ্গে সামান্থা লিখেছেন, ‘বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে সবচেয়ে সাহসী কিছু পদক্ষেপ নিয়েছি। নিজের অন্তর্দৃষ্টি এবং পরিশ্রমের ওপর ভরসা রেখেছি। আজ সে ছোট জয়গুলোকেই উদযাপন করছি।’
তিনি আরও যোগ করেন, ‘যারা নিষ্ঠার সঙ্গে আমার সঙ্গে কাজ করছেন, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটি কেবল শুরু মাত্র।’
এরপর থেকে প্রেমের গুঞ্জন জোরালো হওয়ার পাশাপাশি সামান্থার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। অনেকে বলছেন, রাজের সঙ্গে সামান্থার এই ঘনিষ্ঠতা তাদের সাত পাকে বাঁধা পড়ার ইঙ্গিত দিচ্ছে।
সামান্থা এবং রাজ একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে। সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়। প্রায়ই সামান্থাকে রাজের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। কখনও ইভেন্টে, কখনও ছুটির ছবিতে। যদিও দুজনের কেউই এখনও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কিছু বলেননি।
বর্তমানে সামান্থা রাজ ও ডি.কে-র নতুন প্রজেক্ট ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ কাজ করছেন, যেখানে আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি এবং জয়দীপ আহলাওয়াতও অভিনয় করছেন। সিরিজটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ ও ডি.কে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ আগামী ২১ নভেম্বর মুক্তি পেতে চলেছে।
প্রসঙ্গত, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সামান্থা এবং নাগা চৈতন্য। তাদের প্রেম-বিয়ে একসময় ভক্তদের কাছে রূপকথার গল্পের মতো ছিল। দুজনের পরিচয় হয় ২০১০ সালে, ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে, সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৭ সালে গোয়া এবং হায়দরাবাদে ধুমধাম করে বিয়ে করেন তারা। কিন্তু সেই সুখের গল্প বেশিদিন টেকেনি। ২০২১ সালের অক্টোবর মাসে সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতিতে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
তারা জানান, ‘আমরা আমাদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু একে অপরের প্রতি সম্মান এবং শুভেচ্ছা রইল।’ বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা শোনা গেলেও কেউই প্রকাশ্যে কিছু বলেননি। তবে সামান্থা পরে জানিয়েছেন, এই সময়টা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল, কিন্তু তিনি এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন নিজের কাজ এবং আত্মোন্নয়নে। তার সঙ্গেই কি এবার নতুন বসন্ত তাঁর জীবনে? উত্তর দেবে সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



