গানের জগতের বাইরে এবার ফলের বাগানেও সফল মনির খান

গানের জগতের বাইরে এবার ফলের বাগানেও সফল মনির খান

বিনোদন ডেস্ক : দেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হলেন মনির খান। সব সময়ের মতো গানে নিয়মিত তিনি। সংগীতাঙ্গনের ব্যস্ততার পাশাপাশি তিনি কাজেও কিছুদিন থেকে ব্যস্ত থাকছেন। আর তা হলো গাজীপুরের মাওনায় একটি বাগানবাড়ি করেছেন।

গানের জগতের বাইরে এবার ফলের বাগানেও সফল মনির খান
ফাইল ছবি

নাগরিক জীবনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে তিনি সেখানে অবকাশ যাপন করেন। সেই বাগান বাড়ি সংলগ্ন এলাকায় তিনি কিছু জমি কিনে একটি ফলের বাগান প্রতিষ্ঠা করেছেন। সেখানে পেয়ারা, মাল্টার চাষ করছেন। চলতি বছর সেখানকার ফল তিনি বিক্রিও করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে মনির খান বলেন, অনেকটা শখের বশেই বাগানটি প্রতিষ্ঠা করেছি আমি। তবে এখন দেখছি ফলের সমাহার। তাই ভাবছি চলতি বছরে নিজেদের খাওয়ার পাশাপাশি এখানকার ফল বিক্রি করব। পরবর্তীতে বাগানটি আরও বড় করার পরিকল্পনা আছে।

এদিকে ঈদের পর আবারো স্টেজ অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি।

বলিউড নিয়ে মহেশ বাবুর মন্তব্যের পর মুখ খুললেন সুনীল শেঠি