আপনারা শুনে অবাক হতে পারেন যে একটি বালিশ কীভাবে স্মার্ট হতে পারে। শাওমি এবার বালিশ নিয়ে নতুন ইনোভেশন নিয়ে এসেছে। কোম্পানিটি MIJIA Smart Pillow বাজারে রিলিজ করেছে।
শাওমি একটি ক্যাম্পেইন এর মাধ্যমে স্মার্ট বালিশটি সবার সামনে উন্মোচন করে। ক্যাম্পেইনটি চীনে অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের সাত তারিখে ক্যাম্পেইন এর মাধ্যমে বালিশটির প্রি-অর্ডার শুরু হয়।
শাওমি বালিশে একটি বিশেষ সেন্সর ব্যবহার করেছে যার মাধ্যমে হার্টরেট, বডি মুভমেন্ট এবং শ্বাস প্রশ্বাসের তথ্য গ্রহণ করবে এবং আপনাকে জানাবে।
এ বালিশের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অ্যালগরিদম যুক্ত করা হয়েছে। এর ফলের স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কিত তথ্য আপনি জানতে পারবেন।
সেন্সটি বালিশের এমন জায়গায় অবস্থিত যে আপনার ঘুমের কোন সমস্যা হবে না। সেন্সরের মাধ্যমে আপনি কত ঘন্টা গভীর ঘুমে ছিলেন এবং আপনার ঘুমের অবস্থা কেমন সে সম্পর্কে তথ্য পেয়ে যাবেন।
সব থেকে মজার বিষয় হচ্ছে আপনার ঘুমের অবস্থাকে ফোকাস করে এ বালিশটি স্কোর প্রদান করবে। ব্লুটুথ ব্যবহার করে এটিকে শাওমি ইকো সিস্টেমের সাথে যুক্ত করতে পারবেন।
চারটি ব্যাটারি দ্বারা এই স্মার্ট বালিশটি কাজ করবে। ব্যাটারির মেয়াদ থাকবে পুরো দুই মাস। বালিশটির ১০ সেন্টিমিটার এবং ১২ সেন্টিমিটার এর দুইটি সাইজ রয়েছে। বালিশটি এমন আকৃতির মাধ্যমে তৈরি যেন আপনার ঘুম আরামদায়ক হয়।
শাওমি এমনভাবে এটি তৈরি করেছে যেন আপনি আরামে ঘুমোতে পারেন। আপনার শরীরের সমস্ত পেশি যেন Relax Mode এ থাকতে পারে। সারাদিনের পরিশ্রম ও ক্লান্তির পর রাতের ঘুম যেন ভাল হয়।
পাশাপাশি এই স্মার্ট বালিশের মধ্যে যেন ব্যাকটেরিয়া না থাকে সে নিরাপত্তা রাখা হয়েছে। আপনি ইচ্ছা করলে শাওমি এর এ বালিশটি প্রি-অর্ডার করতে পারেন। চীনের বাইরে এটি রিলিজ করা হবে কিনা তা নিশ্চিত নয়।
শাওমির এ স্মার্ট বালিশের এর দাম ধরা হয়েছে ৪০০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।