এবার ফুটবলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হলো ডিম, ভিডিও ভাইরাল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে পুরস্কার হিসেবে ‘ব্লেন্ডার’ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। কিছুদিন আগে বহুল একটি বডিবিল্ডিং প্রতিযোগিতাতেও পুরস্কার হিসেবে ছিল ‘ব্লেন্ডার’।
বাংলাদেশে খেলতে এসে সাবেক ইংলিশ অলরাউন্ডার লুক রাইটও পেয়েছিলেন ব্লেন্ডার। এবার জাম্বিয়ার একটি ফুটবল টুর্নামেন্টে ম্যাচসেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হলো ডিম।
সম্প্রতি একটি ম্যাচে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পাওয়ার ডায়নামোস দলের ফরোয়ার্ড কেনেডি মুসোন্দার হাতে তুলে দেওয়া হলো পাঁচ ট্রে ডিম।
কানা ফুটবল ক্লাব ও পাওয়ার ডায়নামোসের মধ্যকার ডার্বিতে গোল করে দলকে জিতিয়েছিলেন কেনেডি।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ম্যাচসেরা হওয়ার জন্য ৩ ট্রে ডিম ও ম্যাচের একমাত্র গোলটি করার জন্য বাকি ২ ট্রে ডিম দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।