বলিউড প্রেমীদের কাছে দিব্যা ভারতী এক অসমাপ্ত প্রেমের কাহিনী। কোটি পুরুষের এই স্বপ্নের নারীর মৃত্যুতে বলিউডও হারিয়েছিল এক উজ্জ্বল প্রতিভা৷
তার মৃ্ত্যুর বহু বছর পর, এবার বলিউডে হাজির দিব্যার বোন৷ দিব্যা নেই কিন্তু এবার তার বোন এলেন বলিউড ইন্ডাস্ট্রিতে৷
ন’য়ের দশকে দিব্যা ছিলেন বলিউডের এক নম্বর নায়িকা৷ শাহরুখের বিপরীতে এক চেটিয়া তিনিই অভিনয় করতেন৷ তিনি ছিলেন সেনসেশনল! তবে খুব অল্প বয়সেই আত্মহ’ত্যা করেন দিব্যা৷
তবে সেটা আত্মহ’ত্যা নাকি খু’ন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে৷ দিব্যার মৃত্যুতে বলিউডও হারিয়েছিল এক উজ্জ্বল প্রতিভা৷ তার মৃ্ত্যুর বহু বছর পর, বলিউডে হাজির দিব্যার বোন কায়নাত অরোরা৷
উত্তরপ্রদেশের শাহারনপুরের বাসিন্দা অরোরা৷ ইতিমধ্যেই বলিউডে খট্টামিঠা ও গ্র্যান্ড মস্তি ছবিতে দেখা গিয়েছে তাকে৷ এছাড়াও তামিল ও মালায়লম ছবিতে দেখা গিয়েছে তাকে৷ ২০১২ সালে এক বয়স্ক মহিলাকে দত্তক নেন কায়ানাত৷ তাকে দেখভাল করেন অভিনেত্রী৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।