বিনোদন ডেস্ক : বাংলাদেশের ‘জামাই’ হচ্ছেন কলকাতার নায়ক হিরণ চট্টোপাধ্যায়! শুনে অবাক হচ্ছেন তো। তেমনটাই খবর কিন্তু সিনেমা পাড়ায়। পাত্রী বাংলাদেশের অভিনেত্রী ঈশানি ঘোষ।
ব্যাপারটা এবার খুলে বলা যাক। নেহাল দত্তর পরিচালনায় ‘জিও জামাই’ ছবির হাত ধরেই বাংলাদেশের অভিনেত্রী ঈশানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হিরণ। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ হয়েছে শহরে। যেখানে অনুষ্ঠানে হাজির ছিলেন হিরণ, ঈশানি সহ ছবির সমস্ত কলা-কুশলীরা।
তবে জামাই হওয়া হিরণের কাছে নতুন নয়। এর আগে ‘জামাই ৪২০’, ‘জামাই বদল’ ছবিতেও জামাই হয়েছেন তিনি। ফের একবার জামাইয়ের ভূমিকাতে দেখা যাবে টলিউডের চকলেট বয়কে। তবে এবার সিনেমার নাম ‘জিও জামাই’। সেখানে জামাইয়ের ভূমিকাতেই অভিনয় করবেন হিরণ।
ছবিতে রজতাভ দত্ত ও তুলিকা বসুর জামাই হিসাবে দেখা যাবে হিরণকে। ছবিতে হিরণের নাম আদিত্য। তাঁর বিপরীতে দিয়ার ভূমিকায় অভিনয় করছেন ঈশানি ঘোষ। এছাড়াও ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে তুলিকা বসু, রজতাভ দত্ত সহ আরও অনেকে। পরিচালকের দাবি, একেবারে পারিবারিক সুন্দর ছবি হবে এটি। দেখে নিন পাত্রি ঈশানির কয়েকটি ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।