Advertisement
লাইফস্টাইল ডেস্ক: এসে গেল ছেলেদের জন্য ব্রা।জাপানের একটি বস্ত্র নির্মান সংস্হা তৈরি করেছে এই ব্রা গুলি।যেসব ছেলেদের চর্বি বেড়ে যাওয়ার কারণে স্তন বড় দেখায় তাদের এই অসুবিধা থেকে মুক্তি দেবে এই ব্রা।এবং তার সঙ্গে সঙ্গে এই ব্রা পরলে শরীর ও মন ভাল থাকবে এবং রাতে ঘুম ভাল হবে বলেও দাবী করা হয়েছে ওই সংস্থা থেকে।
জাপানের এক অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান বিক্রি করছে এই ব্রা গুলি।দেখতে আকর্ষণীয় এই ব্রা গুলি লাল,নীল,গোলাপি,সবুজ বিভিন্ন রং এর পাওয়া যাচ্ছে যার একটির দাম ৩০ ডলার।জাপানি ভাষায় এর নাম দেওয়া হয়েছে ‘কাহেই ওয়াসুমি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।