এবার বাবা ভঙ্গার ভবিষ্যদ্বানী জানালেন ২০২৩ সালে কী হবে!

বাবা ভঙ্গা

জুমবাংলা ডেস্ক: বাবা ভঙ্গার ভবিষ্যদ্বানী নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। এই নিয়ে পৃথিবীজুড়েই আলোচনা চলে। তার বলা অনেক কথা অনেক সময়ে মিলেও গিয়েছে, আর তা নিয়ে বার বার শোরগোল পড়ে সোশ্যাল মিডিয়ায়।

বাবা ভঙ্গা

তিনি ২০২২ সালে বলেছিলেন, পৃথিবীর কোনো কোনো অংশে পানির সঙ্কট দেখা দেবে তীব্র। ২০২০ সালে তার করা ভবিষ্যদ্বানীতে বলা হয়েছিল, পৃথিবী জুড়ে ধেয়ে আসবে তীব্র ভাইরাসের আতঙ্ক। পৃথিবীবাসী, জানেন সেই বছরই পৃথিবীজুড়ে করোনা আতঙ্ক তৈরি হয়। ২০১৯-এর শেষ থেকে করোনা সংক্রমণের আতঙ্ক তৈরি হয়। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় বন্যার কথা বলেছিলেন তিনি, তাও ফলে গিয়েছে বলে দাবি।

>>এ বার ২০২৩ সাল কেমন যাবে তা নিয়ে কথা বলেছেন বাবা ভঙ্গা। তার প্রথম আলোচনা হচ্ছে, এ বছর পরীক্ষাগারে তৈরি হবে সন্তান৷ সেই সন্তানের গায়ের রঙ থেকে শুরু করে লিঙ্গ ঠিক করতে পারবেন অভিভাবকরা।

>> পাশাপাশি তিনি বলেছেন, এই বছর কোনো শক্তিধর দেশ জৈব-শক্তির হামলা ঘটাতে পারে। তাতে হাজার হাজার মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে যে কথা ভয় ধরাতে বাধ্য।

>> এছাড়াও ২০২৩ সাল নিয়ে আরো একটি ভবিষ্যদ্বানী করেছেন তিনি। এশিয়ার কোনো অংশে বড় পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। সেই বিস্ফোরণ ভারতেও প্রভাব ফেলতে পারে বলে তার মত।

উল্লেখ্য, এটি একটি ভবিষ্যৎবাণীমাত্র

সূত্র: নিউজ বাংলা ১৮

শরীরের বিশেষ অঙ্গে মেসির ট্যাটু, মিস বামবামর বিশ্বরেকর্ড