বিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিবের হাত ধরেই সিনেমায় নাম অভিষেক হয় বুবলীর। দুজন জুটি হয়ে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। বুবলীর মুক্তিপ্রাপ্ত সব ছবির নায়ক শাকিব খান। কাজ করছেন কাজী হায়াতের বীর ছবিতে। ছবিটির শুটিং-এ তারা আগেও অংশ নিয়েছেন।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তারা। সেখানে একটি আইটেম গানে পারফর্ম করবেন বুবলী। আর দর্শক সারিতে বসে তা দেখবেন শাকিব খান। সংশ্লিষ্টরা জানান গল্পের প্রয়োজনেই বুবলীকে আইটেম গানে পারফর্ম করাচ্ছেন তারা।
শাকিবের সঙ্গে বুবলীর প্রেমের সম্পর্কের গুঞ্জন অনেকদিনের। বুবলীর কারণেই নাকি শাকিব-অপুর ডিভোর্স হয়। সরাসরি এমন কথা অনেক বলেছিলেন অপু বিশ্বাস। এমনকি শাকিবকে কেন্দ্র করে মুঠোফোনে বুবলী-অপুর ঝগড়ার কথাও কারও অজানা নয়। এদিকে গেল বছর শেষদিকে ক্যাসিনো নামে একটি ছবির শুটিং শুরু করেছেন বুবলী। এই প্রথমবার শাকিব খান ছাড়া অন্য নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এই ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন নিরব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


