বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী নোবেলকে নিয়ে ‘বানানো’ বেশকিছু আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছে। যেগুলোতে নোবেলকে উপস্থাপন করা হয়েছে অশালীনভাবে। এমন কিছু একটি মেয়ের নামে বানানো ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। পোস্ট করার কিছুক্ষণ পরেই অ্যাকাউন্ট ‘গায়েব’ হয়ে যায়। ওই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছিল ছবিগুলো আর বক্তব্য পোস্ট করার কিছুক্ষণ আগে।
বিষয়টি নিয়ে নোবেলের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ছিলেন নিরুত্তর। স্বাভাবিকভাবেই ভক্তরা বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন। তবে এরইমধ্যে এই ঘটনাকে উপজীব্য করে কলকাতার গণমাধ্যম উঠে পড়ে লেগেছে নোবেলকে ‘চরিত্রহীন’ লম্পট প্রমাণ করার জন্য। কলকাতার কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের নোবেলকে নিয়ে সংবাদের শিরোনাম করা হয়েছে ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস!
নোবেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কিশোরীর’ কিন্তু কেই কিশোরী? কিশোরীর খোঁজ নেই। কিশোরীর অভিযোগে অনেক গড়মিল। কিশোরীর যে ছবি পোস্ট করা হয়েছে সেসকল ছবিতে নোবেলের মুখ পাওয়া গেলেও নোবেলের শরীর পাওয়া যায়নি। অন্তত গ্রাফিক্স অভিজ্ঞদের তাই মত।
নোবেল সোশ্যাল মিডিয়াতেও এ বিষয়ে কিছু বলেননি। বিতর্ক যখন তুঙ্গে তখন দিলেন তার কাজের খবর। রাত জেগে কাজ করছেন জানালেন সে খবর। শুক্রবার ভোরে দিলেন আরো একটি ছবিসহ পোস্ট। লিখলেন, ‘Good morning #nobleman universe!
সেই পোস্টে নোবেল তার ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন। রাকিব নামের এক ভক্ত লিখেছেন, গুড মর্নিং-এ কাজ হবে না। নতুন ভিডিও রিলিজ দেন। নোবেল উত্তর দিয়েছেন, ‘খুব শিগগির।’
ভোরে ওঠার কারণেই হয়তো এক ভক্ত লিখেছেন, ‘নামাজ পড়েছেন ভাইয়া?’ নোবেল উত্তর দিয়েছেন, ‘অবশ্যই।’ সুজন নামের এক ভক্ত লিখেছেন, এখনো আপনার নতুন গানের জন্য অপেক্ষা করছি। নোবেল উত্তর দিয়েছেন, ‘প্রায় হয়ে গেছে।’ শাকিল নামের এক ভক্ত গুড মর্নিং জানিয়েছেন। উত্তরে তিনি জানান গুড মর্নিং।
এসব প্রশ্নোত্তরে আসেনি, সাম্প্রতিক কোনো বিতর্কের বিষয়। নোবেলের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও ধরেননি। তার কাছের একজন যিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, তিনি জানালেন নোবেল এসব নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে চান না। বললেন, যেসব ছবি ছড়িয়েছে সেসবের অর্থ কী? নির্দিষ্ট কারো অভিযোগ নেই। মাদকাসক্ত হিসেবে সাধারণ একজন তরুণকে প্রমাণ করা এতোই সহজ। যাদের বিবেচনাবোধ আছে তারা সহজেই বুঝে যাবেন নোবেলের সাথে কী হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।