Advertisement
বিনোদন ডেস্ক : নানা কারণে প্রায় প্রতিটি মানুষই এখন ভাইরাল হতে চায়। ঈদুল আজহার জন্য সদ্য নির্মিত ‘ভাইরাল হতে চাই’ নাটকে অভিনয় করেছেন তানিয়া-জোভান ও নাবিলা ইসলাম। মেহরাব জাহিদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শেখ সেলিম।
নির্মাতা জানান, নাটকটিতে স্বনামধন্য অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে তানিয়া আহমেদকে। অন্যদিকে তার অন্ধ ফ্যান হচ্ছেন ফারহান আহমেদ জোভান। আর জোভানের প্রেমিকার চরিত্রে রয়েছেন নাবিলা ইসলাম। এই নাটকে জোভান একটি ভিন্ন কারণে ভাইরাল হতে চায়। পুরো গল্পে আমরা একটা ম্যাসেজ দিতে চেয়েছি দর্শকদের। যার মাধ্যমে সমাজে মঙ্গল বয়ে আনবে বলেই আমাদের বিশ্বাস।’
গত সপ্তাহে শুটিং হওয়া ‘ভাইরাল হতে চাই’ এখন রয়েছে সম্পাদনার টেবিলে। প্রচার হবে ঈদ নাটক হিসেবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।