বিনোদন ডেস্ক : লকডাউনের এই সময়টায় অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। তবে আত্মহত্যা নিশ্চয়ই কোনো সমস্যার সমাধান নয়। দিন কয়েক আগে বলিউড অভিনেতা সুশান্ত রাজপুতের আত্মহত্যার খবর শুনে স্তম্ভিত হয়ে পড়েন সবাই।
এবার ভারতীয় এক ক্রিকেটারের ফ্যানে ঝুলন্ত মরদেহ পাওয়া গেল তার নিজ বাড়িতে। ক্রিকেটারের নাম অয়ন্তি রিয়েং। ১৬ বছর বয়সী এই ক্রিকেটার ত্রিপুরার নারী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন।
মঙ্গলবার রাতে অয়ন্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ত্রিপুরার এই ক্রিকেটার রাজ্য দলের অনূর্ধ্ব-২৩ পর্যায়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলেছেন।
রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৪০ কিলোমিটার অদূরে তাইনানি গ্রাম থেকে ক্রিকেটার হিসেবে উঠে আসেন অয়ন্তি। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। উদীয়মান এই ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিমির চন্দা।
আগরতলায় ‘পিটিআই’য়ের সঙ্গে আলাপে চন্দা বলেন, ‘সেই অনূর্ধ্ব-১৬ থেকে সে রাজ্য দলের সদস্য। দারুণ প্রতিভাবান খেলোয়াড় ছিল। তার এমন মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত।’
অয়ন্তির কোনো মানসিক অবসাদের ব্যাপারে জানতেন কি না? এমন প্রশ্নে চন্দা বলেন, ‘সে গত মৌসুমে খুব ভালো ছিল। তারপর তো লকডাউনের কারণে সব বন্ধ হয়ে গেল। আমরা কয়েকটি অনলাইন ক্লাস নিয়েছি। কিন্তু তার পরিবারে সমস্যার ব্যাপারে কিছুই জানতাম না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।