বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ চন্দন রায় চৌধুরী। এর আগে ডিওপি হিসেবে কাজ করলেও ২০১২ সালে শুভমিতা ও রিজভী ওয়াহিদের গাওয়া ‘চোখেরই পলকে’ দিয়ে মিউজিক ভিডিও নির্মাণে নাম লেখান তিনি। সেটিই ছিল সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনীত প্রথম মিউজিক ভিডিও। সেই ভিডিওর পর অনেক দূর এগিয়েছেন তিশা। চন্দন চৌধুরীও পোক্ত করেছেন নিজের জায়গা।
মেধাবী নির্মাতা চন্দন এবার দেশের গণ্ডি ছাড়িয়ে নির্দেশনা দিলেন ভারতীয় প্রতিষ্ঠানের হিন্দি গানে। এর শিরোনাম ‘তুম আও দোবারা’। গেয়েছেন জনপ্রিয় গায়ক রাজ বর্মন। ভারতের অন্যতম বড় প্রতিষ্ঠান জি মিউজিক কোম্পানি থেকে মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রকাশ হয়েছে গানচিত্রটি।
গানটির কথা লিখেছেন আরাফাত মেহমুদ। সংগীতায়োজন করেছেন নাসিম অর্জুন ওয়াহিদ। এতে মডেল হয়েছেন গায়ক রাজ বর্মন ও অনিমা কাশ্যপ। তাদেরকে নিয়ে চন্দন গানচিত্রটি ধারণ করেছেন ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে।
কাজটি প্রসঙ্গে চন্দন বললেন, ‘ভারত থেকে কাজের প্রস্তাব আগেও পেয়েছিলাম। কিন্তু ব্যাটে-বলে মেলেনি, তাই করা হয়নি। তবে জি মিউজিকের মতো বড় কোম্পানির কাজটি হাতছাড়া করলাম না। তাছাড়া গানটিও বেশ সুন্দর। চেষ্টা করেছি একটি মানসম্মত গানচিত্র বানাতে। বাকিটা দর্শক বিবেচনা করবেন।’
চন্দন আরও জানান, জি মিউজিকের একাধিক কাছে ছোট পরিসরে যুক্ত ছিলেন তিনি। তবে এই প্রথম বড় আয়োজনের কোনও ভিডিও সম্পূর্ণ রূপে তিনি বানালেন।
উল্লেখ্য, ‘সেরা মিউজিক ভিডিও নির্মাতা’ হিসেবে ২০১৮ ও ২০২০-এ দুবার ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ লাভ করেন চন্দন রায় চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।