আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর-১ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিমানঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র পাঠিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ডিভিশন নূর উপগ্রহকে গত এপ্রিল মাসে মহাকাশে পাঠিয়েছিল। সেই উপগ্রহ এখন কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদের পূর্ণাঙ্গ এবং অত্যন্ত উজ্জ্বল ও প্রাণবন্ত চিত্র পাঠিয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনা বুধবার (২৯ জুলাই) চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে।
নূর উপগ্রহের মাধ্যমে পাঠানো চিত্রে সম্পূর্ণ বিমানঘাঁটির অবস্থান পরিষ্কার বোঝা যাচ্ছে। আমেরিকা মূলত নিজেদের ১৩ হাজার সেনা সদস্যকে এই উদেইদ ঘাঁটিতে মোতায়েন করে রেখেছে।
আইআরজিসি জানিয়েছে, মহানবী (স)-১৪ নামের এ মহড়া পরিচালনার সময় নূর উপগ্রহ থেকে মার্কিন বিমানঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র গ্রহণ করা হয়।
আরও পড়ুন : মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা (ভিডিও)
আইআরজিসির এ মহড়া ইরানের সামরিক উপগ্রহ থেকে নজরদারিতে রাখা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।