জুমবাংলা ডেস্ক: রাজধানীর মালিবাগের সৈনিক ক্লাবে অভিযানে গিয়ে সেটি তালা দেয়া অবস্থায় পেয়েছে শাজাহানপুর থানা পুলিশ। তবে ক্লাবের সামনে থেকে একটি বোর্ড জব্দ করা হয়েছে। যদিও এটি ক্যাসিনোর কি না, তা এখনও নিশ্চিত নয়। এছাড়া বৃহস্পতিবার ওই ক্লাবে অভিযান চালানো হবে বলে জানা গেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ক্লাবটি সিলগালা করে দিয়ে সাদা রঙের একটি বোর্ড জব্দ করে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক গণমাধ্যমকে বলেন, আমরা সৈনিক ক্লাবে অভিযান চালাতে গিয়ে সেটি তালাবদ্ধ পাই। এসময় ক্লাবের সামনে থেকে সাদা রঙের একটি বোর্ড জব্দ করি। তবে বোর্ডটি ক্যাসিনো বোর্ড কি-না, এখনও বলা যাচ্ছে না।
তিনি বলেন, আমরা ওই ক্লাবটি সিলগালা করে দিয়েছি। বৃহস্পতিবার এখানে অভিযান চালানো হবে।
এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ক্যাসিনো বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তেজগাঁও পুলিশের ক্রাইম বিভাগ ও ডিবি পুলিশ এ অভিযান চালায়।
একই দিনে রাজধানীর ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে কোনো ক্যাসিনো বা জুয়ার আসর পায়নি পুলিশ। যদিও ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ পেয়েছিল পুলিশ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ক্লাবে ক্যাসিনো কিংবা জুয়ার মতো কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি বলেন, যে কারণে এই ক্লাবে এসেছি সে ধরনের কিছু পাইনি। তবে এখানে একটা বার রয়েছে। বার পরিচালনার অনুমোদনও তাদের রয়েছে। অবৈধ কোনো কিছু না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও জানান ম্যাজিস্ট্রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।