Advertisement
বিনোদন ডেস্ক : করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী চাঙ্গা হয়ে উঠেছে মাস্কের ব্যবসা। এবার বলিউড সুলতান সালমান খানের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ শুরু করেছে এই ব্যবসা। এমনটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সালমান খান নিজেই।
সম্প্রতি নিজের প্রতিষ্ঠানের তৈরি মাস্ক মুখে দিয়ে টুইটারে একটি ছবি শেয়ার করেছেন সালমান খান। সেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ সবার জন্য নিয়ে এলো ফেস মাস্ক। এবার একটাই কাজ এটা নিজে ব্যবহার করুন এবং অন্যকে উপহার দিন। একটি মাস্ক কিনলে সঙ্গে আরেকটি বিনামূল্যে দেওয়া হবে, যেটি অন্য কাউকে দিতে পারবেন। পরিচিত বা অপরিচিত কারো সঙ্গে বাইরে বের হলেই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।
সালমানের খানের মাস্কের ব্যবসায় নাম ভালো চোখে দেখছেন না অনেকেই। তার এই পোস্টের পরে এটি নিয়ে ট্রলের হিড়িক পড়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।