
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ছয় জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সোমবার নতুন করে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়ে আল জাজিরা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়।
সিয়াটল এবং কিং কাউন্টি জনস্বাস্থ্য সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেফ ডুচিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দেশ জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে চলছে। এতে মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে। এ সংখ্যা এখন দাঁড়িয়েছে ছয়ে।
খবরে বলা হয়, দেশটিতে গত এক সপ্তাহে কোন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে প্রথম মৃতের খবর ঘোষণার পর, স্বাস্থ্য নিয়ে দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন গভর্নর জে ইনসেলি।
তিনি বলেন, মোট ১৮ টি করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধানের মধ্যে সিয়াটল অঞ্চলে ৮টি যার মধ্যে চার জন মৃতও রয়েছেন। মোট ছয় জন বয়স্ক মৃতের মধ্যে চার জন বয়সের কারণেই আগে থেকেই মুমূর্ষু ছিলেন।
সোমবার এক বিবৃতিতে বলা হয়, রবিবার পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) দেওয়া তথ্য মতে এ রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১তে। সোমবার পর্যন্ত ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওরেগন, ফ্লোরিডা এবং রোড আইল্যান্ড সহ দশটি রাজ্য করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। গোটা বিশ্বের ৬৬টি দেশে ৯০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩ হাজারেরও বেশি লোক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।