এবার রাজের যে ঘনিষ্ঠজনের দিকে আঙুল তুললেন পরীমনি!

পরী

বিনোদন ডেস্ক: বারবার পাল্টাচ্ছে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের দৃশ্যপট। পরী দায়ী করে রাজকে, রাজ পরীকে। হঠাৎ রাজের স্ট্যাটাসে তৃতীয় পক্ষ গডফাদারের আবির্ভাব ঘটে। নতুন তথ্য আসে পরীর রক্তমাখা বিছানা নিয়েও। কিন্তু এবার সামনে এসেছে আরেকজন। তিনি আর কেউ নন, শরীফুল রাজের মা। শাশুড়ির দিকে আঙুল তুলেছেন পরী।

বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে এবার শাশুড়িকে জড়ালেন পরীমনি। এর সূত্রপাত হয়েছে রাজের বিছানার রক্ত মাখা ছবি পরীর স্ট্যাটাসে উঠে আসার খবর বের হওয়ার পর। রাজ-পরীর বাসার ব্যবস্থাপক জানিয়েছিলেন ‘পরীমণি যে রক্তের কথা বলছেন, সেটা রাজের রক্ত। অ্যাকুরিয়াম সরাতে গিয়ে রাজের থেকে পড়ে ভেঙে তার হাত কেটে যায়। সেই রক্ত বিছানায় পড়ে।
পরী
কিন্তু এই ইস্যুতে পরী বলছেন ভিন্ন কথা। এক গণমাধ্যমকে পরী জানান, সেদিন আমার বাসায় কাজের লোকই ছিল না। আমার যারা স্টাফ, তাদেরকে রাজের মা মানে আমার শাশুড়ি আগেই ছুটি দিয়েছিল। শুধুমাত্র রাজের পরিবারের লোকজন বাসায় ছিল।’

ঠিক কী কারণে কাজের লোক ছুটিতে পাঠিয়েছিলেন রাজের মা সে বিষয় পরিষ্কার করেননি পরী। তবে রাজ একটি কথা বলেছেন, এটা তো আমার হাতের রক্ত। এটার ছবি তুলে সে ফেসবুকে দিয়েছে। পরী কী ছোট খোকা যে আমি তাকে নির্যাতন করবো।

এর আগে গত ৩০ ডিসেম্বর বিচ্ছেদের ইঙ্গিত দেন পরী। পরে রাজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। রাজও জানিয়েছেন এই সম্পর্ক আর ঠিক হবে না।

নৌকার টিকেট না পেয়েও নির্বাচনে মাঠে নামলেন মাহি