বিনোদন ডেস্ক : ‘লাভ আজকাল ২’-এর শুটিং শেষ। তবে তারপরও কার্তিক আরিয়ানের সঙ্গেই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সাইফ কন্যা সারা আলি খানকে। অনেকেরই প্রশ্ন তবে কি সারার সঙ্গে কার্তিকের প্রেমটা জমে উঠেছে?
সারা অবশ্য কার্তিকের প্রতি ভালোলাগার কথা বরাবরই স্বীকার করে এসেছেন। যদিও তাঁরা যে সম্পর্কে রয়েছেন এমন কথা অবশ্য সারা বা কার্তিক কেউই স্বীকার করেননি। তবে আজকাল মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় সারা ও কার্তিককে। সম্প্রতি, লন্ডনে মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার সময় বিমানবন্দরে তাঁদের আনতে পাৌঁছে গিয়েছিলেন কার্তিক আরিয়ান।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লখনউ-এ সারা ও কার্তিকের একসঙ্গে সময় কাটানোর ছবি, হাত ধরে ঘুরে বেড়ানোর ছবি। আপাতত কার্তিক লখনউ-এ রয়েছেন তাঁর আগামী ছবি ‘পতি পত্নী অউর বো’ ছবির শুটিংয়ের জন্য। যে ছবিতে কার্তিকের সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকরকে। তবে সম্প্রতি কার্তিকের সঙ্গে দেখা করতে লখনউ পৌঁছে গিয়েছিলেন সারা। একটি রেস্তোরাঁ থেকে তাঁদের বের হতে দেখে উপচে পড়ে মানুষের ভিড়। তবে এসব কিছুর মধ্যেই সারাকে আগলে রাখতে দেখা গেল কার্তিক আরিয়ানকে।
আপাতত ইমতিয়াজ আলির লাভ আজকাল-২ ছবিতে কার্তিক ও সারা জুটির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।