এবার লবন-পানিতে জ্বলবে বাতি, চার্জ দেয়া যাবে মোবাইলও!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিদ্যুতের বাতি জ্বলবে, তবে মেটাতে হবে না বিদ্যুৎ বিল। লোডশেডিংয়েরও বালাই নেই। সাগরের লবন-পানিতেই জ্বলে উঠবে বাতি। একবারের লবন-পানিতে আলো দেবে টানা ৪৫ দিন। এমনই খরচ বাঁচানো লণ্ঠন আবিষ্কার করেছে দক্ষিণ আমেরিকার গবেষকরা। নাম দেওয়া হয়েছে ‘ওয়াটারলাইট’। খবর ফাস্ট কোম্পানি ডটকম। শুধু কি আলোই দেবে! লণ্ঠনের সঙ্গে ইউএসবি পোর্টও বসানো … Continue reading এবার লবন-পানিতে জ্বলবে বাতি, চার্জ দেয়া যাবে মোবাইলও!