আবু সুফিয়ান: জলবায়ু পরিবর্তনের ফলে আকাশে এখন কালো মেঘের আনাগোনা। নদীর পাড়ে সেভাবে ফুটেনি কাশফুল। কিন্তু দিন ক্ষণ বলে দিচ্ছে এখন দূর্গা পুজার সময়।
বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের সবচাইতে বড়ো আয়োজন, শারদীয় দুর্গোৎসব। তাই ফ্যাশন হজাউসগুলো নিয়ে এসেছে বিভিন্ন ধরণের আকর্ষনীয় ডিজাইনের নান ধরণের পোশাক। এখানে দেখে নেওয়া যাক কোন বুটিক হাউসগুলো কি ধরণের পোশাক নিয়ে এসেছে।
শারদীয় আয়োজন নিয়ে কে ক্র্যাফট
পূজা উৎসবকে আরো বর্ণিল করার প্রয়াসে কে ক্র্যাফট নিয়ে এসেছে বৈচিত্র্যময় নতুন পোশাক। মুলত মানডালা, ট্রাইবাল ও ফ্লোরাল মোটিফের অনুপ্রেরনায় এবং বিচিত্র রঙ এর বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে শারদীয় দূর্গাপূজা কালেকশন। প্যাটার্নে ভিন্নতা আনা হয়েছে। ক্ল্যাসিক লুকের সাথে রেট্রো লুকের কম্বিনেশন নতুন মাত্রা এনে দিয়েছে। এছাড়াও রাখা হয়েছে কিছু ট্র্যাডিশনাল প্যাটার্ন।
আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী পোশাকের আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, কটি। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙিন পোশাক। এছাড়াও থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক।
পূজা কালেকশনগুলো দেখে নিতে পারেন এই লিংক থেকে: https://www.kaykraft.com/product-tag/puja-22/
পোশাকে আরামের কথা বিবেচনা করে বেছে নেয়া হয়েছে কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, পেপার সিল্ক, অরগাঞ্জা ফেব্রিক যা শরতের আবহাওয়ায় স্বাচ্ছন্দের পাশাপাশি আরও আকর্ষণীয় করে তুলবে। মিডিয়া হিসেবে ব্যাবহার হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারী, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, কারচুপির কাজ।
মেরুন,অরেঞ্জ, ম্যাজেন্টা রঙের বাইরে কে ক্র্যাফট এর পূজা আয়োজনে উল্লেখযোগ্য অন্যান্য রঙের মাঝে থাকছে- হোয়াইট, রেড, কোরা, অ্যাশ, কোরাল রেড, সিলভার, কোরাল পিঙ্ক, পার্পল, ব্রাউন ।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে পূজার আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে । পূজার কেনাকাটায় নির্দিষ্ট বিভিন্ন ব্যাঙ্ক কার্ড, বিকাশ ও নগদ এর পেমেন্ট এ থাকছে বিশেষ মূল্যছাড় অথবা ক্যাশব্যাক এর সুবিধা।
অঞ্জন’স এর শারদীয় আয়োজন
‘উৎসবে ও প্রতিদিনে ভিন্নমাত্র’ এই শ্লোগান নিয়ে অঞ্জন’স এর প্রতিদিনের পথচলা। হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে অঞ্জন’স নিয়ে এসছে নতুন ডিজাইনের পোশাক। ষষ্ঠী থেকে দশমী, পাঁচদিনের আনন্দ উৎসব। আর উৎসবের পোশাক হয় বাহারী। তাই এই আনন্দ উৎসবকে আরো বেশি রঙ্গিন করতে অঞ্জন’স নিয়ে এসছে বিভিন্ন ধরনের নকশা ও ট্রেন্ডি প্যাটার্নে বৈচিত্র্যময় পোশাক। এই আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো, বৈচিত্রময় নানা ধরনের কাজের শাড়ী, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙ্গিন পোশাক।
পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, এন্ডিসিল্ক, এন্ডিকটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়। পোশাক ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের গয়না ও হোমটেক্সটাইল। অঞ্জন’স এর সকল শাখায় শারদীয় পূজার পোষাক পাওয়া যাবে। নান্দনিক রুচি ও সর্বশেষ ট্রেন্ড নিয়ে এবারের আয়োজনগুলো অনলাইনে (www.anjans.com) এ পাওয়া যাবে।
লা রিভে দুর্গাপূজা কালেকশন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও অনুষঙ্গ ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছেপূজা’ ২২ কালেকশন। নারী, পুরুষ ও শিশু-সবার জন্য পূজার ভিন্নধর্মী এই কালেকশনটি ইতিমধ্যে সকল আউটলেট ও অনলাইনে পৌঁছে গেছে। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, পূজার সাথে শারদীয় প্রকৃতি থেকে বাছাই করা মোটিফ, রঙ এবং মৌসুমি ডিজাইনগুলো সাজানো হয়েছে শারদীয় দুর্গাপূজার বিশেষ কালেকশনটি।’
লা রিভ পূজা কালেকশনে প্রাধান্য পেয়েছে লাল, সবুজ, ধুসর, নীল, মেরুন, হলুদ, বেইজ, পিচ ও গোল্ডেন কালার প্যালেট। লা রিভের জনপ্রিয় স্টাইলগুলোর পাশাপাশি পূজার জন্য যোগ হয়েছে ফ্রক স্টাইল ও লঙ প্যাটার্ন টিউনিক, গাউন, আঙরাখা প্যাটার্ন সালোয়ার কামিজ, স্কার্ট-কামিজ সেট, শারারাস্যুট, কটন, হাফসিল্ক ও এক্সক্লুসিভ মসলিন শাড়ি। উৎসবের কথা মাথায় রেখে পুরষের জন্য ডিজাইন করা হয়েছে সিল্ক, এ্যান্ডি কটন ও হাফসিল্কের পাঞ্জাবি, সাথে ডিজিটাল প্রিন্টের কটন ও ভিসকোস পাঞ্জাবিও যোগ করা হয়েছে। ছেলে, মেয়ে ও নবজাতক শিশুদের জন্যে পাঞ্জাবি, শার্ট, টিশার্ট, পোলো, ফ্রক, টিউনিক, সালোয়ার কামিজ সেট, উভেন সেট ও ম্যাচিং কম্বো ডিজাইন করা হয়েছে। লা রিভের পূজা’২২ কালেকশন পাওয়া যাচ্ছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়নগঞ্জ ও চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি শোরুমে ও অনলাইনে (www.lerevecraze.com)। বিস্তারিত জানতে লগইন করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze
সারা’র পূজার কালেকশন
‘সারা’র পূজার কালেকশনে এবারের থিম হচ্ছে আল্পনা। ডিজাইনে পোশাকের প্যাটার্ন, রঙ ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবারের থিম। ডিজাইনের ক্ষেত্রে উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয় ক্ষমতা প্রাধান্য দেওয়া হয়েছে। সুতি, ভিসকস, জর্জেট, সিল্ক ইত্যাদি কাপড়ের তৈরি ‘সারা’র পোশাকগুলো বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে।
এবছর ‘সারা’র পূজা কালেকশনে মেয়েদের জন্য থাকছে কুর্তি, ফ্যাশন টপস, থ্রিপিস, এথনিক, লেডিস ক্যাজুয়াল শার্ট, লন থ্রি পিস, আনস্টিচ লউন থ্রিপিস, পালাজ্জো এবং ডেনিম ওয়্যার। এছাড়া পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, প্রিন্টেড থ্রিপিস, ফ্যাশন টপস এবং প্রিন্টেড কাফতান থাকছে।
পুরুষদের জন্য ‘সারা’র পূজা কালেকশনে থাকছে পাঞ্জাবি, ফতুয়া, কাতুয়া ইত্যাদি। পূজা আয়োজনে আরও থাকছে টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, শর্ট স্লিভ শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা। এ ছাড়া মেয়ে শিশুদের জন্য ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে ফ্যাশন টপস, কুর্তি, ফ্রক, থ্রিপিস ইত্যাদি। আর ছেলে শিশুদের জন্য থাকছে কাতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট ও প্যান্ট সেট, সিঙ্গেল শার্ট, সিঙ্গেল প্যান্ট
ইত্যাদি।
স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’র পূজার পোশাক পাওয়া যাবে ফ্যাশন হাউজটির সব আউটলেটে । এছাড়া ‘সারা’ এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।