বিনোদন ডেস্ক: গানের মানুষ কণ্ঠশিল্পী পড়শী। তবে তাকে প্রায়ই পাওয়া যায় অভিনয়ে। সবশেষ এই কণ্ঠশিল্পীকে দেখা যায় ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামের একটি নাটকে। এতে পড়শীর বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। নাটকটি নির্মাণ করেন সাজিন আহমেদ বাবু। এবার একই নির্মাতার আরও একটি নাটকে অভিনয় করলেন পড়শী।
নাটকের নাম ‘এখানে প্রেম শেখানো হয়’। এতে পড়শীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। নির্মাণের পাশাপাশি এটি রচনাও করেছেন বাবু। সম্প্রতি উত্তরায় নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে।
নির্মাতা সাজিন আহমেদ বাবু জানান, নাটকের গল্পে দেখা যাবে, সুস্মিতা তার জীবনের প্রতিটি পদক্ষেপে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে চলেন। ফলে পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে এক রকম বিচ্ছিন্ন জীবন তৈরি হয় তার। একটা সময় তার জীবনে ঘটতে থাকে যত উদ্ভট ঘটনা। এতে পড়শী অভিনয় করেছেন সুস্মিতা চরিত্রে আর ইয়াশ হচ্ছেন রিমন।
পড়শী বলেন, ‘আমি গানের মানুষ। ভালো গল্প পেলে অভিনয় করি। এটি আমার তৃতীয় নাটক। এর আগেও বাবু ভাইয়ের নির্মাণে কাজ করেছি। তিনি ভালো একজন নির্মাতা। এই নাটকে সামাজিক অনেক ব্যক্তব্য রয়েছে। গুগল আর সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, তার একটা আভাসও থাকছে নাটকে। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’
নির্মাতা জানান, আসছে ঈদে ‘এখানে প্রেম শেখানো হয়’ নাটকটি প্রচার হবে আরটিভিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।