এবার সিনেমার নাম রাখা হলো ‘হারুনের ভাতের হোটেল’

জুমবাংলা ডেস্ক : আলোচিত সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ। তার কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করতেন তিনি। যা নিয়ে হয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। এরপর অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ বলতেন। এবার এই নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন জাদু আজাদ।

ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নাম নিবন্ধন করে ফেলেছেন তিনি। নিবন্ধনে দেখা যায়, এতে পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। সিনেমাটি নিয়ে নিজের মতামতও জানিয়েছেন জাদু। তিনি বলেন, ‘সিনেমাটি নির্মাণে সর্বোচ্চ উজাড় করে দেওয়া হবে। আশা করছি অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে।’

তবে সিনেমার অভিনয় শিল্পী নিয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি।