নোয়াখালী প্রতিনিধি : প্রাইভেট পড়ানোর নামে ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা চালাতেন বৃহত্তর নোয়াখালীর সোনাইমুড়ি থানার অন্তর্গত নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইউছুফ হোসাইন। বেশ কয়েকবার আপত্তিকর মুহূর্তে ধরাও পড়েন তিনি। এমন অভিযোগ এনে ছাত্রীদের পক্ষে ইউছুফের বিরুদ্ধে আজ শনিবার (২০জুলাই) দুপুরে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করেছেন বিদ্যালয়টির স্কুল ম্যানেজমেন্ট কমিটির সহ-সভাপতি মোখলেস উল্লাহ।
ওই শিক্ষকের বাড়ী সোনাইমুড়ী উপজেলার কাশিপুর এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব মির্জা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুফ গত একমাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইলে পর্ন ভিডিও এবং ছবি দেখাতো। একইসাথে ক্লাস ও অফিস কক্ষে ছাত্রীদের ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ, কয়েকজন ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করে। পরে ভুক্তভোগি ছাত্রীরা বাড়ীতে গিয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এর ভিত্তিতে শনিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ইউছুফকে আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, অভিযুক্ত শিক্ষক ইউছুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।