আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের কাজ শুরু করতে চায় ওয়াশিংটন। সম্ভাব্য ওই খসড়া নিয়ে আলোচনার জন্য ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আরব নিউজ
আগামী সপ্তাহে সৌদিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি বিবৃতিতে বলা হয়েছে, সৌদি বৈঠকের আয়োজনের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে এবং ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য তার চলমান প্রচেষ্টার পুনর্নিশ্চিত করেছে।
সৌদি আরব গত তিন বছরে একটি কূটনৈতিক সমাধান সমর্থন করার জন্য একাধিক আলোচনার সুযোগ দিয়েছে এবং সংলাপ বৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে রিয়াদে সাম্প্রতিক আলোচনার পরে এই বৈঠকের কথা ঘোষণা করা হলো।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেন, “রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তির খসড়া প্রস্তুতের জন্য আমরা ইউক্রেনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি। আগামী সপ্তাহে সৌদিতে সেই বৈঠক হবে। যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি সেখানে উপস্থিত থাকব।”
জিম্মিদের মুক্তি দিতে ট্রাম্পের হুমকি, পাত্তা দিচ্ছেন না গাজাবাসী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।