বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রায় সময় সরগরম হতেই থাকে। অভিনয়গুণে তিনি বহু মানুষের মন জয় করেছেন। তবে ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়ে সমালোচনাও কুড়িয়েছেন!
বারবার বিয়ে, বিয়ের পর নতুন প্রেম ও প্রেমিককে কেন্দ্র করে শ্রাবন্তীকে নিয়ে বিতর্কও নতুন কিছু নয়। এবার ফের একবার সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হলেন শ্রাবন্তী। তবে এবার একটু অন্যভাবেই খবরের শিরোনাম দখল করলেন।
শ্রাবন্তীর অভিনয়ের প্রশংসা তো সকলেই করেন, অভিনেত্রী যে খুব ভালো মিমিক্রি করতে পারেন সে খবর কতজন জানতেন? বাচ্চা থেকে পুরুষ কন্ঠ, সত্যজিৎ রায়ের ভূতের রাজার কন্ঠ অবিকল নকল করতে পারেন টলিউডের এই অভিনেত্রী। সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়ে সৌরভ গাঙ্গুলীর জোরাজুরিতে শ্রাবন্তীর এই গুণ ফাঁস হয়েছে। প্রথমে ভূতের রাজার কন্ঠে গুপী-বাঘাকে নিয়ে ডায়লগ বলে শোনালেন তিনি। শুনে অবাক হলেন সৌরভ এবং বাকি প্রতিযোগীরা। তবে আসল চমকের এখনও বাকি ছিল।
শ্রাবন্তী অবিকল পুরুষ কন্ঠেও কথা বলতে পারেন। তিনি এমনটা করে থাকেন যখন অচেনা কোনও নম্বর থেকে তার কাছে ফোন আসে। অচেনা নম্বর দেখলেই ফোন ধরে তিনি ছেলেদের কন্ঠে কথা বলেন ফোনের ওপারের মানুষটির সঙ্গে। এতে অনেকেই প্রথমটা হতচকিত হয়ে যান। ফোনের ওপারে যে পুরুষ কন্ঠ ভেসে আসছে সেটা আদতে শ্রাবন্তীর হতে পারে এমনটা আঁচ করতে পারেন না অনেকেই। সৌরভও পারেননি।
দাদাগিরির এই মঞ্চেই জানা গেল সৌরভ নিজে একদিন শ্রাবন্তীকে ফোন করেছিলেন। শ্রাবন্তীর কাছে নম্বর অচেনা হওয়াতে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুরুষ কন্ঠেই কথা বলেন। সেদিন যেমনভাবে সৌরভের সঙ্গে তার কথা হয়েছিল, সেই কথোপকথন তিনি তুলে ধরলেন দাদাগিরির মঞ্চে। সৌরভও নিশ্চিত হলেন সেদিন তিনি যার সঙ্গে কথা বলেছিলেন তিনি আদতে কোনও পুরুষ নয়, খোদ শ্রাবন্তীই ছিলেন।
সৌরভের কথায় ছোট বাচ্চাদের গলাতেও দাদাগিরিতে এসে তার আনন্দ প্রকাশ করলেন শ্রাবন্তী। দর্শকদের মধ্যে যারা এতদিন শ্রাবন্তীর এই গুণাবলী এবং ফোনের গোপন রহস্য জানতেন না তারাও অভিনেত্রী সম্পর্কে গোপন রহস্য জেনে নিলেন। সঙ্গে দাদার কথায় শ্রাবন্তী জানান তিনি মোটেও শাই টাইপের অর্থাৎ লাজুক স্বভাবের মেয়ে নন। বদলে তাকে ‘নটি’ অর্থাৎ দুষ্টু স্বভাবেরই বলা যেতে পারে। তিনি আরও জানান তারমধ্যে সময়জ্ঞানের অভাব আছে। আগের দিন টিকিট কেটে পরের দিন এয়ারপোর্টে হাজির হয়েছেন এমন অদ্ভুত ঘটনাও তার সঙ্গে ঘটেছে! শুনে হাসির রোল ওঠে মঞ্চে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।