বিনোদন ডেস্ক : ২০০১ সালে মুক্তি পাওয়া বলিউডের ব্লকবাস্টার ছবি ‘কাভি খুশি কাভি গম’। বক্স অফিসে ১৩৬ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছিল ছবিটি। সংক্ষেপে ছবিটিকে বলা হয় ‘কেথ্রিজি’। করণ জোহরের জনপ্রিয় এই ছবি মুক্তির ২১ বছর হতে চলল।
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশান ও কারিনা কাপুরের মতো তারকাদের নিয়ে তৈরি ছবিটি সে সময় দারুণ সাড়া ফেলে দিয়েছিল। অভিনয়, গান, গল্প—সব দিক দিয়েই চমকে দিয়েছিলেন করণ জোহর। দুই দশক পরেও চমক দেখালো এই ছবি।
বলিউড পেরিয়ে হলিউডে পাড়ি জমাচ্ছে ‘কাভি খুশি কাভি গম’! অনেকের ভাবনায় হয়তো আসতে পারে, ছবিটি কি হলিউডে রিমেক হবে? না, সেরকম কিছু না। তবে এই ছবির টাইটেল গান ‘কাভি খুশি কাভি গম’ ব্যবহৃত হবে ইংরেজি সিরিজ ‘ব্রিজার্টন’-এর দ্বিতীয় কিস্তিতে।
জানা গেছে, যতীন-ললিতের তৈরি গানটি নতুন করে সাজানো হবে। সেই দায়িত্বে রয়েছেন ক্রিস বাওয়ার্স। দক্ষিণ এশিয়ার বাইরের অনেক দর্শক যারা এক সময় বলিউড সম্পর্কে সেভাবে জানতেন না। করণ জোহরের মিউজিকাল ‘কেথ্রিজি’র পারিবারিক এই গল্প তাদের অনেককেই টেনেছিল।
লতা মঙ্গেশকর ও সনু নিগমের গাওয়া গানটিও হয়ে উঠেছিল বলিউডের মুখপাত্র। এ বার হলিউডে কেমন রূপ পাবে ‘কেথ্রিজি’র সেই গান? শুনতে হলে অপেক্ষা করতেই হবে। নেটফ্লিক্সে ২৫ মার্চ মুক্তি পাবে ‘ব্রিজার্টন’-এর দ্বিতীয় কিস্তি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।