মুক্তির আগেই সিনেমার ট্রেলার থেকে শুরু করে গান, সব কিছু মন জয় করে নিয়েছে দর্শকের। বিশেষ করে সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি যেন হয়ে উঠেছে গণমানুষের গান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ চঞ্চল চৌধুরী।
চঞ্চল মানেই যেন সিনেমার পর্দায় ম্যাজিক। এবার চঞ্চল চৌধুরী আবারও ক্যারিশমা দেখাতে যাচ্ছেন ‘হাওয়া’ সিনেমায়।
চঞ্চল বলেন, ‘আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। ছবি হিট হবে কিনা সেটা মাথায় নিয়ে কাজ করি না। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। নিজেকে চরিত্রের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করে তোলা যায় সেটা নিয়েই আমার ভাবনা থাকে। এরপরে ম্যাজিক ঘটল কি ঘটল না সেটা পরের বিষয়। তবে আমি বলব, আমি সৌভাগ্যবান যে দর্শক আমাকে পছন্দ করেন।’
হাওয়া নিয়ে চঞ্চল বলেন, ‘মেজবাউর রহমানের প্রথম চলচ্চিত্র এটি। ইতোমধ্যেই ট্রেইলার টিজার দেখেছেন, গান দেখেছেন। এখন হাওয়া’র প্রমোশন নিয়ে কাজ করছি। নানা জায়গায় যাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতেও যাচ্ছি। হাওয়া’র গান টেইলার নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে এটা বিশাল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।