জুমবাংলা ডেস্ক : এবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ভবনের চিকিৎসাধীন এক করোনা পজিটিভ রোগী পালানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮মে) সকাল বেলা হাসপাতাল থেকে সে পালায়ন করে। ওই রুগীর বাড়ি জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে। পালানোর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তাকে আটকাতে মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ও আক্রান্ত রুগীর পরিবারের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা তাকে উপজেলার মহিলা রোড নামক এলাকা থেকে আটক করে।
পরে তাকে চিকিৎসার জন্য পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আক্রান্ত রোগী সোবহান মিয়া ঢাকাতে বেসরকারি একটি বেসরকারী টিভি চ্যানেলের গাড়ী চালক। সে গত ৪ মে ঢাকা হতে বাড়ীতে আসে। শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। ১২ মে তার শরীরের রিপোর্টে করোনা পজেটিভ আসে। তাৎক্ষণিক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সোমবার সকালে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তার পারিবারিক সহযোগিতায় থানার ওসি সোহেল রানাকে সঙ্গে নিয়ে ওই রুগীকে আটক করি। পরে তাকে বুঝিয়ে আবারো চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পৌছিঁয়ে দেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।