বিনোদন ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে দাপিয়ে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমায় আসা নুসরাত পৌঁছে গেছেন ভারতের মুম্বাইয়ে। মডেল হয়েছেন ‘এভারলাভ টারমারিক’ নামের একটি প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপনচিত্রে।
নুসরাত ফারিয়াই একমাত্র বাংলাদেশি যিনি হিন্দি ভাষায় নির্মিত কোনো বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এটি পরিচালনা করেছেন প্রভাকর শুক্লা। গত বৃহস্পতিবার (৪ জুলাই) বিজ্ঞাপনটি নিজের ফেসবুকে প্রকাশ করেন নুসরাত ফারিয়া। প্রকাশের পর রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।
যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়ার পরিচিত পশ্চিমবঙ্গে বেশ। কিন্তু মুম্বাইয়ে কিভাবে পৌঁছালেন এই বঙ্গ ললনা? উত্তরে বাতলে দিলেন নুসরাত ফারিয়া নিজে। তিনি বলেন, ‘এভারলাভ ভারতের জনপ্রিয় একটি কোম্পানি। ভারতের প্রত্যন্ত এলাকায় এই কোম্পানির পণ্য খুব জনপ্রিয়। মূলত এই বিজ্ঞাপনে অভিনয়ের জন্য এর নির্মাতা প্রভাকর শুক্লা আমাকে খুঁজে নেন। এই কোম্পানির দুটি বিজ্ঞাপন করেছি।’
নুসরাত ফারিয়া জানান, বিজ্ঞাপনটির শুটিং হয়েছে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। তখন তিনি তার কলকাতার ছবির শুটিংয়ের সময় ভারতে অবস্থান করছিলেন। সিনেমার শুটিংয়ের ফাঁকেই তিনি বিজ্ঞাপনের কাজটি করেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবিটি। এই ছবিতে তিনি দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন অঙ্কুশের সাথে। সাফটা চুক্তির আওতায় ছবিটি আগামী ১৯ জুলাই বাংলাদেশে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।