হোয়াটসঅ্যাপে এখন আপনি নিজেই নিজেকে মেসেজ দিতে পারবেন। এই দুর্দান্ত ফিচারটি android এবং iphone এর whatsapp ভার্সনে চালু হয়েছে। এ ফিচারের কিছু ইতিবাচক দিক থাকায় ব্যবহারকারীরা অনেক দিন খেকেই আপডেট এর আশা করেছিলেন।
এখন ব্যবহারকারীদের মনে প্রশ্ন আসতে পারে যে, কেনো হোয়াটসঅ্যাপে আপনি নিজেকে মেসেজ প্রদান করবেন। অনেক সময় ঘরের মধ্যে বা বাইরে এবং অফিসে চাপের মধ্যে আপনাকে কিছু আইডিয়া, রিমাইন্ডার অথবা কোন সাইটের লিংক এর তথ্য সংরক্ষণ করতে হতে পারে।
এরকম কঠিন সময়ে খুব দ্রুত তথ্য সেভ করে রাখার জন্য হোয়াটসঅ্যাপের এ অপশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনকি হোয়াটসঅ্যাপের এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে আপনি ফাইল শেয়ার করতে পারছেন এ ফিচার এর মাধ্যমে।
আপনি মোবাইলের এন্ড্রয়েড ভার্সন থেকে কোন ফাইল হোয়াটসঅ্যাপের পিসি ভার্সনেও ব্যবহার করতে পারবেন। এর আগে স্ল্যাক প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা এ ফিচার উপভোগ করতে পারত। এমনকি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে একই ধরনের ফিচার চালু রাখা হয়েছে।
টেলিগ্রামে একটি মেসেজ সেভ করে রাখা যায় ও পাশাপাশি আপনি প্রাইভেট চ্যানেল তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ সম্ভবত খেয়াল করতে পেরেছে যে তার প্রতিদ্বন্দ্বীরা কিছু দুর্দান্ত ফিচার চালু করার মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে।
এজন্য প্রতিযোগিতায় টিকে থাকার জন্য হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত দারুণ আপডেট ব্যবহারকারীদের জন্য নিয়ে আসে। এই অপশনটি উপভোগ করার জন্য আপনাকে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপের নিউ চ্যাট অপশনটি নির্বাচন করতে হবে।
এরপর কন্টাক্ট ও মেসেজ অপশনে ট্যাপ করুন। ওই লিস্টের উপরে আপনি নিউ কন্টাক্ট নামে একটি অপশন দেখতে পারবেন। সেখানে প্রবেশ করলে মেসেজ ইউরসেলফ নামে একটি চ্যাট অপশন দেখতে পারবেন। এটির মধ্যে প্রবেশ করলেই আপনি নিজেকে মেসেজ প্রদান করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এখানে এন্ড টু এন্ড এনক্রিপশন এর ব্যবস্থা রেখেছে। পাশাপাশি এ অপশনটি আপনার সকল কানেক্ট থাকা ডিভাইসের মধ্যে ব্যবহার করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।