আজ সোমবার বিগ ব্যাশে মুখোমুখি হয়েছিল ব্রিসবেন হিট ও সিডনি থান্ডার। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। নির্ধারিত ৮ ওভারে ব্রিসবেন হিট করে চার উইকেটে ১১৯ রান। ম্যাচের চতুর্থ ওভারে অর্জুন নায়ারের উপরে নির্দয় হয়ে ওঠেন ব্যান্টন। ২১ বছর বয়সী বোলারের ওভারে ৫টি ছক্কা মারেন তিনি। মাত্র ১৬ বলে তার হাফ-সেঞ্চুরি হয়ে যায়। শেষ পর্যন্ত ক্রিস ট্রিমেনের বলে আউট হন ব্যান্টন।
আইপিএলের আসন্ন পর্বের নিলামে ১ কোটি রুপির বিনিময়ে ইংল্যান্ডের ব্যান্টনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নতুন তারকার আগ্রাসী ব্যাটিং দেখে কলকাতা নাইট রাইডার্স টুইটারে লিখেছে, ‘এক কথায় অসাধারণ’। ব্যান্টনের ব্যাটিং নাইট-ভক্তদের আশাবাদী করে তুলছে। নিলামের পরদিনই বিগ ব্যাশে মাত্র ৩৬ বলে ৬৪ রান করেছিলেন। আজও তার ব্যাটে দেখা গেল ঝড়। আগামী আইপিএলে তাই ব্যান্টনের ওপর প্রত্যাশা বেড়ে গেল কেকেআর ভক্তদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।