ইউটিউব হচ্ছে বর্তমানে সবথেকে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এ জায়গাটিকে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। এর মধ্যে স্কিল ডেভেলপমেন্ট একটি অন্যতম বিষয়। আপনি আপনার একাডেমিক বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউটিউবের হেল্প নিতে পারেন।
একাডেমিক দক্ষতার পাশাপাশি যে কোন কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য ইউটিউব ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে অনলাইন ভিত্তিক অনেক এডুকেশনাল প্লাটফর্ম রয়েছে এবং ইউটিউবে এসব কোম্পানি বা ব্যক্তি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রায় বিশ্বের প্রতিটি দেশে এটি বহুল প্রচলিত একটি প্ল্যাটফর্ম। ইউটিউব গঠনের পেছনে মেধাবী ব্যক্তিদের বুদ্ধিমত্তা কাজ করেছে। ইউটিউবের সবথেকে বড় সুবিধা হচ্ছে খুব সহজে ও বিনামূল্যে এখানে এক্সেস পাওয়া যায়। পাশাপাশি মোবাইল ও কম্পিউটার সহ যেকোনো ডিভাইস ব্যবহার করে এটি ব্যবহার করা যায়।
এজন্য এডুকেশনাল কনটেন্ট দেখা এবং তা থেকে শেখা অনেক বেশি সহজ হয়ে যায়। বর্তমানে অভিভাবকরা তাদের সন্তানকে ইউটিউব থেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করেন। এর ফলে নানা শিক্ষনীয় বিষয় বাচ্চাদের ব্রেইনে সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে।
ইউটিউবে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনাল কনটেন্ট রয়েছে। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সহ ভাষার বেসিক বিষয় ইউটিউব থেকে জানা যায়। বাচ্চাদের গ্রাফিক্সের মাধ্যমে শেখানো সহজ হয়ে যায়। এর ফলে ছোটবেলা থেকেই বাচ্চারা ইউটিউবকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে থাকে।
নতুন ভাষা শেখার ব্যাসিক প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের বেশ জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন বিষয় সহজভাবে বোঝার ক্ষেত্রে ইউটিউব ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে এরকমটা হচ্ছে যে, ক্লাসের এবং বইয়ের অনেক জটিল বিষয় ইউটিউবে সহজভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।