এভারটনে ধাক্কা খেল চেলসি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে নীচের সারির দল এভারটনের কাছে ১-০ গোলে হারলো চেলসি।

গতরাতে এভারটনের মাঠে গিয়ে লজ্জার হার বরণ করে চেলসি। ম্যাচের ৪৬ মিনিটে এভারটনের পক্ষে একমাত্র গোলটি করেন রিচারলিসন।

এই হারে ৩৪ ম্যাচে ১৯ জয়, ৯ ড্র ও ৬ হারে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে চেলসি। আর ৩৩ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১৯ হারে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তমস্থানে এভারটন।

এই জয়ে প্রিমিয়ার লিগের টিকে থাকার স্বপ্ন টিকে থাকলো এভারটনের। আর শীর্ষ চারে থাকার পথে ধাক্কা খেল চেলসি। চেলসির সাথে শীর্ষ চারে থাকার লড়াইয়ে আছে আর্সেনাল ও টটেনহাম হটস্পার। আর্সেনাল ৬৩ ও টটেনহামের সংগ্রহে ৬১ পয়েন্ট। সূত্র: বাসস