
Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারনে ইংলিশ প্রিমিয়ার লিগের আরও একটি ম্যাচ স্থগিত হয়ে গেল। সেই সাথে এভারটনের বেশ কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়ায় ম্যাচটি বাতিল হয়।
আগামীকাল বক্সিং ডে’তে স্বাগতিক বার্নলির বিপক্ষে এভারটনের ম্যাচটি হওয়ার কথা ছিল।
শেষ পর্যন্ত এভারটনের অনুরোধের প্রেক্ষিতে ম্যাচটি স্থগিত করার সিদ্বান্ত নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
এই নিয়ে বক্সিং ডে’তে তৃতীয় ম্যাচ বাতিল হলো। এর আগে লিভারপুল-লিডস, উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স ও ওয়াটফোর্ডের ম্যচ দুটি স্থগিত করা হয়েছে। লিডস ও ওয়াটফোর্ডের বেশ কয়েকজন ফুটবলার ও একজন কোচিং স্টাফ করোনায় আক্রান্ত হন।
সব মিলিয়ে করোনার কারণে চলতি মাসে প্রিমিয়ার লিগের সর্বমোট ১৩টি ম্যাচ স্থগিত করা লো। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।