স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের শুরুটা ছিল বাজে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের মিশন শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে হেরে যায় টাইগাররা। তবে মূল সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
মঙ্গলবার ক্যারিবীয়দের ৮ উইকেটে হারায় বাংলাদেশ।
আয়ারল্যান্ড ম্যাচের আগে বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব। এ সময় বিশ্বসেরা অলরাউন্ডার উইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে বলেন, ‘‘সবাই এটাতে অনেক আত্মবিশ্বাস পাবে। কারণ এমন ক্লিনিক্যাল পারফরম্যান্স আমরা খুব বেশি করি না। এখানে এত ভালো একটা পারফরমান্স…। দলের দিকে তাকালেই বোঝা যাবে এই মুহূর্তে সবাই কত আত্মবিশ্বাসী আছে। প্রথম ম্যাচের পর (প্রস্তুতি ম্যাচ) অনেকের মধ্যে হয়তো যদি কিন্তু ছিল। এখন সেটা অনেকটাই কেটে গেছে।’’
ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে ম্যাচটি তাই তার জন্য ছিল ফেরার ম্যাচ। যে ম্যাচে দারুণ খেলেছেন সাকিব। বল হাতে কৃপণ বোলিংয়ে ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন অপরাজিত ৬১ রান।
একমাত্র প্রস্তুতি ম্যাচটিতেও অন্যদের ব্যর্থতার মাছে উজ্জ্বল ছিলেন সাকিব। এদিন নিজের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘‘অবশ্যই ভালো লাগে। প্রায় ছয় মাস পর জাতীয় দলের হয়ে খেললাম। স্বাভাবিকভাবে একটু নার্ভাসনেস কাজ করতেই পারে। যেহেতু অনুশীলন ম্যাচ ভালো করছিলাম, আত্মবিশ্বাস ছিল।’’
‘‘ওয়েস্ট ইন্ডিজের মতো এমন একটা বোলিং অ্যাটাকের সঙ্গে ভালো করা দারুণ ব্যাপার। শুরুটা ভালো হয়েছে। এটা এখন ধরে রাখতে হবে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।